১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে আগুন

ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফরমে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোন যাত্রী হতাহত হয়নি।
জিআরপি পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, ট্রেন ছেড়ে যাওয়ার আগ মুহুর্তে বিজয় এক্সপ্রেস ট্রেনের ঝ বগির ভেতরে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে রেলকর্মী ও আশপাশের যাত্রীরা এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই বগির বেশ কয়েকটি সিট পুড়ে গেছে। এতে কোন যাত্রী আহত হয়নি। এই ঘটনায় জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৯:৩৩ অপরাহ্ণ