১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

সুজানার জীবনের বড় ভুল

বিনোদন ডেস্ক:

খুব অল্প কাজ করেও মিডিয়াতে বেশ জনপ্রিয় সুজানা জাফর। সঙ্গীত শিল্পী হৃদয় খানের সাথে বিয়ে সংসার বিচ্ছেদকে কেন্দ্র করে বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে ইদানিং, ব্যবসায় কেন্দ্রীক ব্যস্ততার কারণে সুজানাকে এখন শোবিজের কাজে খুব একটা দেখা যায় না। নতুন করে আরেকটি বুটিক শপ খোলার পরিকল্পনা করছেন তিনি। সেটি নিয়েই এখন তার ব্যস্ততা। এ বছরের পয়লা মার্চ থেকে যাত্রা শুরু করবে সেটি।

এদিকে জীবনের ভাঙা গড়ার পালাবদলে নিজেকে সাজিয়ে নিচ্ছেন প্রতিনিয়ত। আর এই জীবনে তার একটি বড় ভুলের কথা জানালেন সাংবাদিকদের। তিনি বললেন,‘শোবিজে কাজ শুরুর পর আমার ব্যক্তিজীবন কেন্দ্রীক একটি সিদ্বান্তের কারণে প্রায় পাঁচ বছর কাজ বন্ধ করে দিয়েছিলাম। এটা একটা ভুল সিদ্বান্ত ছিল বলে মনে হয়। তবে আমি আমার লাইফে কোন ভুলকে কখনো নেতিবাচকভাবে নেইনি।’

জানা যায়, সুজানা দুবাইতে ড্রাইভিং শিখছেন। অলরেডি থিওরি পাস করেছেন। মোট ৪০টি ক্লাস করতে হবে। তারপর একটি এক্সাম হবে। সে পরীক্ষার উপরই সবকিছু নির্ভর করবে। তবে সব প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও দুই থেকে তিন মাস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৯:১৮ অপরাহ্ণ