১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ধর্ষণ মামলার আসামি মিলা!

 বিনোদন ডেস্ক:

মঞ্চে ঝড় তোলা রকস্টার মিলা হঠাৎ করেই যেন চুপসে গেলেন। স্টেজ কিংবা নতুন গান নিয়েও হাজির হচ্ছেন না। জানা যায়, আপাতত গানে ফেরার কথা ভাবার সময় পাচ্ছেন না মিলা। বরং নিজের ইমেজ রক্ষা নিয়েই সংকটের মুখে পড়েছেন এই গায়িকা।

গত বছরের শেষের দিকে মিলার ডিভোর্স হয়েছে। এই নিয়েও জল কম ঘোলা হয়নি। বিয়ের মাত্র চার মাসের মাথায় ডিভোর্সের ধকল সামলাতে না সামলাতেই মিলা তার ভাইয়ের অপকর্ম নিয়ে বিপাকে পড়েছেন।

রক গায়িকার এই ভাইয়ের নামে একটি ধর্ষণ মামলা হয়েছে। ওই মামলায় মিলাকেও আসামি করা হয়েছে। তাই এখন তিনি গান ছেড়ে নিজের সম্মান রক্ষার লড়াই করছেন।

বিয়ে বিচ্ছেদ আইন আদালতে ক্লান্ত হয়ে যখন নিজেকে আবার গোছানোর পরিকল্পনা করছিলেন তখনই হঠাৎ আসামি হওয়ায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তার। সঙ্গত কারণেই গান-বাজনায় মনোনিবেশ করতে পারছেন না তিনি।

এ ব্যাপারে মিলা বলেন, মানুষের জীবনে কিছু দুঃসময় আসে। আমার জীবনেও এসেছে। আশা করছি এই মন্দা অবস্থা কাটিয়ে শিগগিরই গানের ভুবনে ফিরতে পারব।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৯:১৫ অপরাহ্ণ