২৮শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

মানিকগঞ্জে বাসের চাকা ফেটে নিহত ২

মানিকগঞ্জ প্রতিবেদক:

মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মোসলেম শেখের ছেলে সোবান শেখ (৫২)। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসযাত্রী কাদের মোল্লা জানান, ঢাকা থেকে আরিচাগামী বাসটি জোকা এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় গাড়িটি। এতে আহতবস্থায় হাসপাতালে নেয়ার পর গাড়ির চালক সোবান শেখ ও যাত্রী শিপন মুন্সী মারা যান।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, বৃস্পতিবার বিকেল ৪ টার দিকে বানিয়াজুরি বাসস্ট্যান্ডের অদূরে জোকা এলাকায় যাত্রীসেবা (নারায়ণগঞ্জ-জ-০৪-০১৯৭) পরিবহনের মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৯:১১ অপরাহ্ণ