২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালের একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের একুশে পদক প্রদান করবেন।

এর মধ্যে রয়েছেন- ভাষা আন্দোলনে আ. জা. ম. তকীয়ুল্লাহ (মরনোত্তর), অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম।

এছাড়া শিল্পকলায় (সঙ্গীত) শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশিদ আলম, মতিউল হক খান, শিল্পকলায় (নৃত্য) বেগম মীনু হক (মিনু বিল্লাহ), শিল্পকলায় (অভিনয়) হুমায়ুন ফরীদি (মরণোত্তর), শিল্পকলায় (নাটক), নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত), শিল্পকলায় (চারুকলা) কালিদাস কর্মকার, শিল্পকলায় (আলোকচিত্র) গোলাম মুস্তাফা, সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হক (মরনোত্তর), অর্থনীতিতে ড. মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন, খালেকদাদ চৌধুরী (মরনোত্তর)।

প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়া হয়। এবার এ সংখ্যা আরো চার বাড়ল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৭:৪৯ অপরাহ্ণ