২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৩

ছয় মাসে বিআইডব্লিউটিসির আয় ৭১ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে প্রায় ৭১ কোটি টাকা আয় করেছে। এ সময়ে সংস্থাটি পরিচালনা করেছে ৪৮টি ফেরির ট্রিপ।

এ সময়ে বিআইডব্লিউটিসি ১০টি ফেরি রুটে ৮ লাখ ৫৭ হাজার ৫২৬টি যানবাহন পারাপার করেছে। নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিসির সমীক্ষা কার্যক্রম অব্যাহত আছে।

বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানানো হয়।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম চার মাসে ৫ কোটি টাকা আয় করেছে। বিআইডব্লিউটিসির তহবিলে ৭১৭ কোটি টাকার মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট) রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৭:৩৭ অপরাহ্ণ