২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫১

একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের জামিন

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থপাচার মামলায় একুশে টেলিভিশনের(ইটিভি) সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার জামিন এ সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

 মামলার তথ্য থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে আবদুস সালাম প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।

২০১৫ সালের ০৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৪, ২০১৭ ৫:১৯ অপরাহ্ণ