২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৫

একাদশে নাসির, বাদ পড়লেন সানজামুল!

স্পোর্টস ডেস্ক:

নাসির হোসেন একসময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই ছিল তার অসাধারন নৈপুণ্য। তবে খানিকটা ছন্দ হারিয়ে দলে উপেক্ষিতও ছিলেন নাসির হোসেন। দলে সুযোগ পেলেও জায়গা হতো না একাদশে। এবারই ৭ মাস পর বাংলাদেশের ওয়ানডে একাদশে জায়গা পেলেন নাসির। আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় আজ দলে ফিরেছেন নাসির হোসেন।ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন এই অলরাউন্ডার।

নাসির হোসেন সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের আগস্টে, ইংল্যান্ডের বিপক্ষে। ব্যাট হাতে করেছিলেন ১০ বলে চার রান। বল হাতে ৭ ওভারে ৫৩ রান দিয়ে একটি উইকেট লাভ করেন। ম্যাচটিতে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে পরাস্ত হয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের ওই ম্যাচটির পর বাদ পড়েন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরোয়া লিগে ভালো খেলেছেন নাসির। প্রতিদান হিসেবে আবারও জাতীয় দলে সুযোগ পান তিনি।

বাংলাদেশ একাদশ :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ :

টম লাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট ও জিতান প্যাটেল।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৪, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ