১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৪৭

চীনে সুড়ঙ্গপথ ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন নতুন একটি পাতালের কাছে সড়ক ধসে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৩ জন হয়েছেন। এ সময় ৯ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আট লেনের সড়কে পাইপ ফেটে পানির তোড়ে ৩০ মিটারের একটি অংশ ধসে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। সড়েকের নিচেই একটি সুড়ঙ্গের নির্মাণকাজ চলছিল।
স্থানীয় পৌরসভা জানায়, শ্রমিকরা পাইপ থেকে বের হওয়া পানি বন্ধ করতে চেষ্টা করেছেন। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।

টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার ফলে দুটি বাস্কেটবল কোর্টের সমান ও ছয় মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে।

চীনের মূল ভূখণ্ডে ক্রমাগত পাতাল সম্প্রসারণে বড় বড় সড়কের বিভিন্ন স্থানে অহরহ গর্ত তৈরি হচ্ছে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। সোমবার একটি স্টিল মিলে গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে আট ব্যক্তি নিহত ও ১০ জন আহত হন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ