স্পোর্টস ডেস্ক:
ঢাকায় টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে অলআউট করে দিয়ে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৪ রানেই স্বাগতিকরা হারিয়েছে দুই উইকেট। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ৫৬/৪।
টস জিতে ব্যাট করতে নেমে আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা; গুটিয়ে গেছে মাত্র ২২২ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি এসেছে ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ৫৬ রান করেছেন অভিষিক্ত রোসেন সিলভা। আর শেষ পর্যায়ে ৩১ ও ২০ রানের ছোট দুটি ইনিংস এসেছে দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়ের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন দুই স্পিনার আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলাম। দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট। আর দুটি উইকেট গেছে মুস্তাফিজুর রহমানের ঝুলিতে।
দৈনিক দেশজনতা /এন আর