১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

২২ এপ্রিল ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক:
ভেনিজুয়েলার নির্বাচন পরিষদ দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ২২ এপ্রিল নির্ধারণ করেছে। এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কৌশল করছে বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।খবর এএফপির।
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার আলোচনা ভেঙ্গে যাওয়ার পর জাতীয় নির্বাচন পরিষদের প্রধান তিবিসে লুসেনা বুধবার এ ঘোষণা দিলেন।
ভেনিজুয়েলার প্রধান বিরোধী জোটকে নির্বাচনে প্রার্থী মনোনয়নে বাধা দেয়া এবং মাদুরোর বেশ কয়েকজন সমালোচককে নিষিদ্ধ করায় অজনপ্রিয় এ প্রেসিডেন্টের বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য তড়িগড়ি এ আগাম ভোটের আয়োজন করছেন। মেয়াদ অনুযায়ী ডিসেম্বরের আগ পর্যন্ত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা না।
মাদুরো অনুগত সর্বোচ্চ আইন-সভা গণপরিষদ গত মাসে ঘোষণা করে যে নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে। সুপ্রিম কোর্ট এমইউড’র ব্যানারে কাউকে প্রার্থী করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৫:২৪ অপরাহ্ণ