১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

বাংলাদেশের ছবিতে ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার

বিনোদন ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার যুক্ত হলেন বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায়। মাসুদ পথিক পরিচালনায় ছবিটির শুটিং শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।

মাসুদ পথিক জানান, বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম নারী ও কবি কামাল চৌধুরীর যুদ্ধশিশু কবিতা অবলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশু নিয়ে এ চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে।

‘মায়া দ্য লস্ট মাদার’ এ আরও অভিনয় করছেন, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, দেবাষীস কায়সার প্রমুখ। এবং সিনেমায় প্রায় ২০ জন কবি অভিনয় করার কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ