বিনোদন ডেস্ক:
ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার যুক্ত হলেন বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায়। মাসুদ পথিক পরিচালনায় ছবিটির শুটিং শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।
মাসুদ পথিক জানান, বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম নারী ও কবি কামাল চৌধুরীর যুদ্ধশিশু কবিতা অবলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশু নিয়ে এ চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে।
সিনেমাটির শুটিং হবে ঢাকায়, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও পরিচালক মাসুদ পথিকের বাড়ি নরসিংদীর রায়পুরার বিভিন্ন লোকেশনে।
‘মায়া দ্য লস্ট মাদার’ এ আরও অভিনয় করছেন, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, দেবাষীস কায়সার প্রমুখ। এবং সিনেমায় প্রায় ২০ জন কবি অভিনয় করার কথা রয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

