নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ বাংলাদেশ বিমান বহরে সংযোজিত হচ্ছে।
তিনি বলেন, এ জন্য বোয়িং কোম্পানির সাথে ক্রয় চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বর্ণিত চুক্তির বিধান অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালে এ ৪টি বোয়িং বিমান বহরে সংযোজিত হবে।
আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এর মধ্যে চলতি বছর আগস্ট ও নভেম্বরে ২টি নতুন বোয়িং ৭৮৭-৮ (ড্রিম লাইনার) উড়োজাহাজ বাংলাদেশ বিমান বহরে সংযোজিত হবে এবং ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বরে একই মডেলের আরো দু’টি নতুন উড়োজাহাজ বহরে সংযোজিত হবে।
মন্ত্রী বলেন, ওই চুক্তির আওতায় ইতোমধ্যে ২০১১ ও ২০১৪ সালে ৪টি ৭৭৭-৩০ ইআর এবং ২০১৪ সালে ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমান বহরে সংযোজিত হয়েছে। বাসস।
দৈনিক দেশজনতা /এন আর