১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

টেস্ট বাঁচাতে ম্যাচফি বাড়ানোর আহ্বান সাঙ্গাকারার

স্পোর্টস ডেস্ক:

ভারতের বিপক্ষে কলম্বো টেস্ট দিয়ে দুই বছরের বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড় কুমার সাঙ্গাকারা। ১৫ বছর যাবৎ দাপটের সাথে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন এই বাঁ-হাতি স্টার। এ সময় অনেক রেকর্ডের মালিকও হয়েছেন তিনি।

সম্প্রতি টি-টুয়েন্টির হাত থেকে টেস্ট ক্রিকেট রক্ষা করতে ম্যাচফি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তরুণ ক্রিকেটাররা যেন টাকার লিগে গা ভাসিয়ে না দেয়, সেজন্যই তার এই আহ্বান। টি-টুয়েন্টির প্রতি সাঙ্গাকারার কোনো ক্ষোভ নেই। তিনি বরং এই ‍ফরম্যাটের ক্রিকেটকে সমর্থন করেন। তার শঙ্কা শুধু টাকার ঝনঝনানি নিয়ে।

‘নিজেকে চেনাতে টি-টুয়েন্টি আদর্শ জায়গা। কিন্তু কিছু নেতিবাচক বিষয়ও আছে। অনেক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক খেলা বাদ দিয়ে টি-টোয়েন্টিতে মন দেয়। বিষয়টি ঠেকাতে হলে টেস্টের পারিশ্রমিক বাড়ানোর বিকল্প নেই।’ সাঙ্গাকারা বলেন, ‘শীর্ষ দেশগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। কিন্তু সব টেস্ট খেলুড়ে দেশ সেটা পায় না।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৫:৩৪ অপরাহ্ণ