১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

মাগুরা প্রতিবেদক:
মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর মওলানা লিয়াতক আলীসহ ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী রয়েছে।
অন্যরা বিভিন্ন মামলার পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠোনো হয়। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৫:৩৭ অপরাহ্ণ