১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ইয়াঙ্গি কালা জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় বুধবার জঙ্গি গোষ্ঠীটির একজন প্রধান কমান্ডারসহ আট জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল খলিল আসির একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে ইয়াঙ্গি কালা জেলার বাজার ওমারি এলাকায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী এ বিমান হামলা চালায়। এতে কুখ্যাত তালেবান কমান্ডার মোল্লা জিন্দানিসহ আট বিদ্রোহী নিহত হয়।’ সিনহুয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৫:২২ অপরাহ্ণ