১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৭

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সময় সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা শিক্ষাবোর্ড এক নোটিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী, আগামী ২ এপ্রিল বাংলা প্রথমপত্র (তত্ত্বীয়) পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং ১৩ মে ইসলাম শিক্ষা ২য় পত্র পরীক্ষার মাধ্যমে শেষ হবে। এছাড়া ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ