স্পোর্টস ডেস্ক:
বর্তমানের সেরা ফুটবলার কে? এই প্রশ্নে সমভাবেই উচ্চারিত হয় দুটি নাম। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। গত এক দশক ধরেই সেরার লড়াইটা করে আসছেন দুজনে। তবে সর্বশেষ পুরস্কার, স্বীকৃতির বিচারে ক্রিস্তিয়ানো রোনালদো কিছুটা হলেও এগিয়ে। সর্বশেষ দুই বছরেই ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা ও ইউরোপ সেরা-তিনটি সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারই জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার। কিন্তু সেরা দূরের কথা, গ্যারি লিনেকারের চোখে রোনালদো এখন দুইয়ে, তিনেও নেই। সেরার দৌড়ে রোনালদো এখন আছেন ৪ নম্বরে!
বার্সেলোনা ও ইংল্যান্ডের সাবেক ফুটবলারের দৃষ্টিতে সেরা কে, সেটা নিশ্চয় অনুমান করতে পারছেন। হ্যাঁ, বার্সেলোনা আর্জেন্টাইন সুপারস্টার মেসিই লিনেকারের ‘সেরা’। আর প্রতিভা, সামর্থ আর ভবিষ্যত সম্ভাবনার বিচারে দুই নম্বরে নেইমার। তিন নম্বরে টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন! লিনেকারের তালিকায় ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর নাম এই তিনজনের পর। বার্সেলোনায় খেলার সময় থেকেই লিনেকারের দুই চোখের দুশমন রিয়াল মাদ্রিদ! সেই রিয়ালের একজনকে তিনি সেরা মানবেন না, সেটাই স্বাভাবিক। তাই বলে নেইমার, এমনকি হ্যারি কেনেরও পেছনে রোনালদো। একটু অদ্ভুত শোনালেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লিনেকার।
কে সেরা রোনালদো নাকি মেসি? এই প্রশ্নে ইংল্যান্ডের ফুটবল লিনেকারের উত্তর, ‘আমি ক্রিস্তিয়ানোকে অনেক অনেক পছন্দ করি। কিন্তু মেসি অন্য গ্রহের।’ তাহলে রোনালদো ও নেইমারের মধ্যে কে সেরা? লিনেকারের এবারের উত্তর, ‘নেইমার। তবে সে বার্সেলোনায় থাকতে। রোনালদো গ্রেট খেলোয়াড়। কিন্তু নেইমারের ভবিষ্যত উজ্জ্বল।’ সাক্ষাৎকার নেওয়া মুন্ডো দেপোর্তিভোর ওই সাংবাদিক পরে টেনে আনেন টটেনহামের তরুণ ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনকেও। লিনেকার এগিয়ে রাখলেন স্বদেশি হ্যারি কেনকেই, ‘ভবিষ্যত বিবেচনায় অবশ্যই কেন।’
গত মৌসুমে অবিশ্বাস্য কাটালেও এবার সময়টা মোটেই ভালো যাচ্ছে না রোনালদোর। তারপরও ৫ বারের ব্যালন ডি’অর জয়ীকে এক ধাক্কায় চারে নিয়ে ঠেকানো! রোনালদো ভক্তরা লিনেকারের উপর ক্ষুব্ধহবেন, এটাই স্বাভাবিক। তবে তাদের সেই ক্ষোভের মাত্রা কতটা প্রকট হয় সেটাই দেখার।
দৈনিকদেশজনতা/ আই সি