১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

রোনাল্ডোর ক্যারিয়ারের শেষ: লিনেকার

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে প্রত্যাশামতো পারফরম করতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ব্যর্থতায় ধুঁকছে রিয়াল মাদ্রিদও। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে লা লিগা শিরোপার আশা কার্যত শেষ হয়ে গেছে দলটির। স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট কোপা ডেল রে থেকেও ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

এ পরিপ্রেক্ষিতে রোনাল্ডোর ক্যারিয়ার অন্তিমলগ্নে এসে পৌঁছেছে বলে মনে করছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। তার মতে, সিআর সেভেনের বয়স এখন ৩৩। এখন তাকে ক্লান্তি অনেকটা পেয়ে বসেছে। তার ক্যারিয়ার শেষের দিকে এসে গেছে। রিয়ালে রোনাল্ডোর স্থলাভিষিক্ত হচ্ছেন নেইমার! এ নিয়ে বেশ কিছু দিন ধরে সরগরম বিশ্ব ফুটবল অঙ্গন। তো এ মুহূর্তে কে বেশি কার্যকরী-পর্তুগাল না ব্রাজিল যুবরাজ?

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভোকে দেয়া সাক্ষাৎকারে লিনেকার বলেন, ‘অবশ্যই নেইমার। ভালো ফর্মে আছে সে। ভবিষ্যৎ ফুটবল মাতাবে সেই। রোনাল্ডো এখন ক্ষয়িষ্ণু শুক্তি।’ ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি এখনও লিনেকারের দখলে। ১৯৮৬ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করেন তিনি। বাগিয়ে নেন গোল্ডেন বুটের পুরস্কার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৪:১৮ অপরাহ্ণ