১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

কনে খুঁজে পেয়েছেন সালমান

বিনোদন ডেস্ক:

কবে বিয়ে করছেন সালমান খান? বি টাউনে এমন প্রশ্নই ঘুরে ফিরে আসে সবার মুখে। কিন্তু যার উত্তর দেওয়ার কথা সেই সালমান খান বরাবরের মতোই থাকেন নিরব। তবে এবার প্রশ্নের জবাব দিয়েছেন সালমান। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, প্রশ্নের জবাব দিতে তিনি বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে।

সম্প্রতি টুইটারে দেওয়া এক পোস্টে সালমান লিখেন, ‘মুঝে লাড়কি মিল গায়ি’। অর্থাৎ আমি মেয়ে পেয়ে গেছি। এখন এই মেয়ে কি তবে বিয়ের কনে? না কি তাঁর পরবর্তী ছবি ‘ভারত’-এর নায়িকা? এই ধাঁধার উত্তর খোলাসা করেননি সালমান। তাই ভক্তদের মন্তব্যও ভাগ হয়ে গেছে দুই ভাগে। কেউ সালমানের বিয়ের খবর ভেবে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার ‘ভারত’ ছবির নায়িকার কথা বলেছেন।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘ওডি টু মাই ফাদার’ ছবির হিন্দি সংস্করণ হতে যাচ্ছে ‘ভারত’। এই ছবির মাধ্যমে ‘বডিগার্ড’-এর পর আবারও সালমানের ছবি প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। ছবিটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। ২০১৯ সালের ঈদে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে ‘রেস ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ। পরিচালনা করছেন রেমো ডি সুজা। যা মুক্তি পাবে চলতি বছরের ঈদে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১:৫৪ অপরাহ্ণ