১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার রাজধানীর কাছে পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে কয়েক দফা হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া এবং রুশ বাহিনীর বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। দামেস্ক শহরের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, একদিনের হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ছয় সপ্তাহ ধরেই বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ৩৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হামলাগুলোতে ১৯৭ জন আহত হয়েছে। এদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ