২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩২

মাদারীপুরে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. জোবাইদুল ইসলাম মিঠু নামের একজনকে আটক করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাসন্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক মিঠু বরগুনা জেলার আমতলী উপজেলার সবুজবাগ এলাকার আব্দুল সাত্তার চৌকিদারের ছেলে এবং রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভেতরে বসে ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে এমন সংবাদ আসে জেলা প্রশাসনের কাছে।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে যাত্রীবাহী বাসটি থামিয়ে মিঠুকে আটক করে জেলা প্রশাসন। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে তাদের ধরতে কাজ শুরু করেছে জেলা পুলিশ। তবে আটক মিঠুর দাবি, তিনি শুধুমাত্র ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে টাকার বিনিময়ে পরীক্ষার সাজেশন লেনদেন করতেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ