স্পোর্টস ডেস্ক:
নিজের ফেসবুকে সন্তানকে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করেন তিনি। তবে সন্তানের নাম এখনও ঠিক করেননি।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। আর সেই টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসলেন মুশফিক। প্রথম টেস্টের সাফল্য-ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি দ্বিতীয় টেস্ট নিয়েও কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকরা তার ছেলের প্রসঙ্গ তুলতেই হেসে দেন মুশফিক।
কী রেখেছেন ছেলের নাম ?-এমন প্রশ্নের জবাবে এক গাল হাসি দিয়ে মুশফিক বলেন, ছেলের নাম নিয়ে একটু কনফিউশনে আছি। তবে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। এক সপ্তাহের মধ্যে আকীকা করবো।
উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

