রংপুর প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে রংপুরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে নগরীর ১৪ টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। একইসঙ্গে সোমবার ও মঙ্গলবার দুই দিনে বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীসহ ১৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু জানান, একটি রায়কে কেন্দ্র করে সরকার এতো উৎকণ্ঠিত কেন বুঝতে পারছি না। পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে। রাস্তায় রাস্তায় হয়রানি করছে। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখান থেকেই আটক করা হচ্ছে। এটি কোনও স্বাধীন গণতান্ত্রিক দেশে চলতে পারে না। তিনি বলেন, ইতোমধ্যেই মহানগরীসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে অর্ধ-শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মাধ্যমে সরকার চেষ্টা করছে যেন আমরা প্রতিবাদ কর্মসূচি করতে না পারি। সরকারের এই অগণতান্ত্রিক আচরণ বন্ধ না করলে এর পরিণাম ভালো হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘৮ ফেব্রæয়ারি উপলক্ষে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটাতে না পারে সে জন্য পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আমরা নগরীর ১৪ টি স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সন্দেহভাজনদের তল্লাশি করছি। তবে কাউকেই হয়রানি করা হচ্ছে না।’
তিনি বলেন, ‘৮ ফেব্রæয়ারি উপলক্ষে নাশকতা সৃষ্টি করা হতে পারে। এ ধরনের সুনির্দিষ্ট তথ্যের অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েেেছ।’ রংপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, গত সোমবার (৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) পর্যন্ত দুই দিনে মহানগর বিএনপির প্রচার সম্পাদক সেলিম চৌধুরীসহ দপ্তর সম্পাদক আবু আলী মিঠু, যুবদল নেতা লিখন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি আনিসুর রহমান আনিছ, তারাগঞ্জ উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সোহেল, ছাত্রদলের সহ গবেষণা সম্পাদক মোহাম্মদ সান, কাউনিয়া উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ৩৩ বিএনপি জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর