নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ প্রায় ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু হয়েছে। আজ মঙ্গলবার রায়পুরা থানার এসআই তারক নাথ শীল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
রায়পুরা থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান ও সেকেন্ড অফিসার এস আই মামুন জানান, সোমবার বিকালে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নামাপাড়া এলাকায় জড়ো হয়ে সরকারি সম্পদ ধ্বংস করার লক্ষ্যে একত্রিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থলকে ১২জনকে গ্রেফতার করে।
পরে রায়পুরা থানার এসআই তারক নাথ শীল বাদী হয়ে ১৯ জনকে লিখিত এবং অজ্ঞাত আরো দেড় থেকে দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের ওই মামলায় মঙ্গলবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর