স্পোর্টস ডেস্ক:
মৌসুমটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় নাজুক অবস্থায় জিনেদিন জিদানের শিষ্যরা। টিম রিয়ালের নজর এখন তাই চ্যাম্পিয়নস লিগের দিকে। কিন্তু গত দু’বারের শিরোপা জয়ীদের সামনে শেষ ষোলোতে উঠার ক্ষেত্রে বড় বাধা হয়ে হুঙ্কার দিচ্ছে পিএসজি।
তবে ইয়ুপ হেইঙ্কেসের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বাড়তি আত্মবিশ্বাস নিতে পারে টিম রিয়াল। এ ব্যাপারে ৭২ বছর বয়সী হেইঙ্কেসের মত, ‘এই মুহূর্তে লিগে খারাপ সময় যাচ্ছে মাদ্রিদের। আমার মতামত খুবই স্বাভাবিক, বিশেষ করে যদি তুমি দু’বার চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ চ্যাম্পিয়ন হও। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের নাম মুছে ফেলতে পারবেন না আপনি। পিএসজির চেয়ে তাদের অনেক বেশি অভিজ্ঞতা। অনেক বেশি! আমার বিশ্বাস তারা এই লড়াইটা জিতবে।’
শেষ ষোলোতে প্রথমে পিএসজিকে আতিথ্য দেবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বুধবার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্যারিসে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ ৬ মার্চ।
দৈনিকদেশজনতা/ আই সি