স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট সিমার ডগ বলিঞ্জার সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন। সোমবার এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার অবসরের ঘোষণা দেন। বাঁ-হাতি পেসার অস্ট্রেলিয়ার হয়ে ১২টি টেস্ট, ৩৯টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। শেফিল্ড শিল্ড শুরুর ঠিক এক সপ্তাহ আগে অবসরের ঘোষণা এলো তার কাছ থেকে।
এক বিবৃতিতে বলিঞ্জার বলেন, ‘দুর্দান্ত যাত্রা ছিল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন আমার পূরণ হয়েছে এবং দারুণ কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমি বেশ অনভিজ্ঞ ছিলাম। তারা আমাকে ক্রিকেটে দারুণ সুযোগ দিয়েছেন। নিউ সাউথ ওয়েলসে আমার প্রথম অধিনায়ক ছিল স্টিভ ওয়াহ। অবিশ্বাস্য একজন। স্টিভ (স্টিভ ওয়াহ), মাইকেল ক্লার্ক, রিকি পন্টিংয়ের মতো কিছু গ্রেট অধিনায়কের অধীনে আমি নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার হয়ে খেলেছি।’
বলিঞ্জারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৯ সালের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে। পরের পর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে অ্যাডিলেট টেস্টই হয়ে আছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালে। ২০১৪ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টি-টুয়েন্টি ম্যাচটিই হয়ে আছে তার ক্যারিয়ারে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সদ্য শেষ হওয়া বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন বলিঞ্জার।
দৈনিকদেশজনতা/ আই সি