২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৩

ইসরায়েলের কাছ থেকে অস্ত্র ও ড্রোন কিনছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের কাছে থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত অস্ত্র এবং ড্রোন কিনছে বলে জানা গেছে। ইসরায়েলি দৈনিক মারিভের গত রবিবারের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

জানা গেছে, ইসরায়েলি কোম্পানি অ্যারানটিকস আভি লিমির সহ-প্রতিষ্ঠাতা আমিরাতে সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ী হিসেবে অস্ত্রের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি ড্রোন আমিরাত ছাড়াও সরবরাহ করা হচ্ছে লিবিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল খলিফা হাফতার ও মিসরের কাছেও। দেশ দুটির কাছে ইসরায়েল অস্ত্র বিক্রি করছে আমিরাতের সমর্থনেই।

উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে আমিরাত ঘনিষ্ঠ হয়েছে ২০১৫ সাল থেকে। ওই বছর আবু ধাবিতে আন্তর্জাতিক পুনঃনবায়নযোগ্য জ্বালানি সংস্থা প্রতিষ্ঠার পর থেকে দেশ দু’টির মধ্যে সম্পর্ক গাঢ় হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ