২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৩

সিরিয়ায় সরকারি বাহিনীর বোমায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর ব্যাপক বোমা বর্ষণে সোমবার অন্তত ৩০ জন নিহত হয়েছে। দেশটিতে সাত বছর ধরে চলা এই যুদ্ধে বেসামরিক মানুষকে চরম মূল্য দিতে হচ্ছে।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় উভয়পক্ষের তীব্র লড়াই চলছে। স্থানীয়রা জানান, ওই এলাকাগুলোতে বাশার বাহিনী বোমা বর্ষণ বাড়িয়ে দিয়েছে এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করছে। সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দামেস্কের কাছে বাশার বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা ইস্টার্ন গোউতাসহ বেশ কয়েকটি এলাকায় একাধিক ক্লোরিন (এক ধরনের বিষাক্ত গ্যাস) হামলার ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সোমবার ইস্টার্ন গোউতায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলা বর্ষণ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘এই হামলায় ২৯ বেসামরিক লোক নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিত সাওয়া শহরের একটি বাজারে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে। এতে দুই শিশুসহ ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। আরবিনে আরো নয় বেসামরিক লোক ও একজন স্থানীয় উদ্ধারকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১:৫৭ অপরাহ্ণ