২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৯

পরমাণু ইস্যুতে রাশিয়াকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও উত্তপ্ত হয়ে উঠছে সামরিক শক্তিতে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক। আর তারই জের ধরে পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তির শর্তগুলো মেনে চলার কথা রাশিয়াকে স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র। ২০১০ সালে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে এই বিশেষ পরমাণু অস্ত্র সংক্রান্ত ‘স্টার্ট’ চুক্তি সই হয়। যদিও ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়।

স্টার্ট কথাটির পুরো অর্থ হল ‘দ্য স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশান ট্রিটি।’ওই চুক্তিতে বলা হয়েছে, দু’পক্ষকেই আগামী দশ বছর ধরে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু করতে হবে এবং পরমাণু অস্ত্র সংক্রান্ত তথ্য আদানপ্রদান করতে হবে।

এ ব্যাপারে সোমবার এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র হিদার নাউআর্ট জানিয়েছেন, গত সাত বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই চুক্তি মেনে নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর ওপর জোর দিয়েছে। এই চুক্তিতে করা অঙ্গীকারগুলো ওয়াশিংটন গত বছর আগস্টের মধ্যেই পূরণ করে ফেলেছে। এবার রাশিয়াকেও তাদের কথা রাখতে হবে বলে ওই বিবৃতিতে জানিয়েছেন নাউআর্ট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ২:০০ অপরাহ্ণ