১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

শুদ্ধ ভাষার মতো বিদায় নিয়েছে শুদ্ধ রাজনীতিও

 

ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের। ১৯৫২ থেকে ২০১৮। ভাষা আন্দোলনের ৬৬ বছর। কী পেল জাতি। সর্বত্র কি প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষা? কেমন আছেন ভাষা সৈনিকরা। এই প্রশ্নোত্তরে দেশের উত্তর জনপথ দিনাজপুরের ভাষা সৈনিক আব্দুল মোতালেবের মুখোমুখি হয়েছিলাম আমরা।

বয়সের ভারে নুয়ে পড়া ভাষা সৈনিক আব্দুল মোতালেবের হৃদয় ও কণ্ঠে এখনো বেজে ওঠে ভাষার গান। তেমন স্মরণশক্তি নেই তার। আগের মতো মনে করতে পারেন না স্মৃতি। তবুও হাতড়ে খুঁজে-ফিরে স্মৃতি। তবে তার দুঃখ এবার তিনি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না শহীদ মিনারে। আইন ব্যবসায় নিয়োজিত ভাষা সৈনিক আব্দুল মোতালেব। নিজেকে এখন আর রাখতে পাবেন না কর্মব্যস্ততায়। বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানো, অধিকার আর স্বাধিকারের জন্যই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিক করতে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ভাষা  আন্দোলনে।

অ্যাডভোকেট আব্দুল মোতালেব জন্ম ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি। বর্তমানে বসবাস করছেন দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ বাসায়। ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। ১৯৫২ সাল। বয়স তখন তার ২০ বছর। মেট্রিক পরীক্ষার্থী। প্রথম ছাত্র রাজনীতি। এ সময় তিনি ঝাঁপিয়ে পড়েন মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠায়।

ভাষার লড়াইয়ে তিনি নির্যাতন-জুলুমের শিকার হয়েছেন। খেটেছেন পর পর দুবার জেল। কিন্তু ভাষা আন্দোলনের ৬৬ বছরেও বাংলা ভাষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তার অভিযোগ। এক সময়ের তুখোড় বামপন্থী ছাত্র নেতা মোতালেব বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে বর্তমানে গায়ের জোরের বাজনীতি চলছে বলে তার অভিমত। একসময়ের প্রগতিশীল রাজনীতির সক্রিয় কর্মী ও আইন পেশাজীবী আব্দুল মোতালেব বলেন, শুদ্ধ ভাষার মতো শুদ্ধ রাজনীতিও বিদায় নিয়েছে।

ভাষা আন্দোলনের ৬৬ বছরে এসে, এখন শুদ্ধ বাংলা ভাষাকে খুঁজে-ফিরেন ভাষা সৈনিক আব্দুল মোতালেব। তার প্রাণের দাবি সর্বত্র বাংলা ভাষা প্রতিষ্ঠিত হোক, শুদ্ধ বাংলা ভাষায় উজ্জীবিত হোক সবাই।

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ