নিজস্ব প্রতিবেদক:
আসামি ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় দায়ের করা ৩ মামলায় সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানী করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
পরে আদালত থেকে বেরিয়ে সানজিদ সিদ্দিকী বলেন, এ তিন মামলায় আমরা গত শনিবার জামিন আবেদন ফাইল করেছি। সে আবেদনের শুনানি করে আজ আদালত মাহবুব উদ্দিন খোকন ও শওকত মাহমুদকে পুলিশের চার্জশিট না দেয়া পর্যন্ত জামিন দিয়েছেন।
গত ৩০ জানুয়ারি বিএনপি নেত্রী খালেদা জিয়া জজ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্ট মোড়ে পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা, ভাংচুরের অভিযোগে করে মাহবুব উদ্দিন খোকন ও শওকত মাহমুদসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় একটি মামলা করেছে পুলিশ। ওই তিন মামলায় ইতোমধ্যে জয়নুল আবেদীনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
দৈনিক দেশজনতা /এন আর