২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

কারাগার থেকে ছাড়া পেলেন স্যামসাংয়ের উত্তরাধিকারী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ওয়াইর পাঁচ বছরের কারাদণ্ড স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। দুর্নীতির দায়ে বছরখানেক আটক থাকার পর সোমবার মুক্তি পেলেন গ্রুপটির সাবেক এই প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে আটক করা হয়েছিল।-খবর বিবিসি অনলাইন।

ঘুষ প্রদান ও তহবিল তছরুপের দায়ে তাকে কারাদণ্ড দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার একটি নিম্নআদালত। সিউলের উচ্চ আদালত ওই সাজার মেয়াদ ছয় মাস কমিয়ে আড়াই বছর করেন এবং দণ্ড স্থগিত করেন।

বিশ্বের অন্যতম বৃহত্তম কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী ৪৯ বছর বয়সী লির পক্ষে দেয়া রায় নিয়ে সুপ্রিমকোর্টে আপিল করা হবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন লি। ঘুষগ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও বলপূর্বক নিয়ন্ত্রণের অভিযোগে পার্ককেও ক্ষমতা হারাতে হয়েছিল।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৫:৫১ অপরাহ্ণ