১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১২

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিবেদক:

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন, রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি কর্মী রুবেল হোসেন, কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা জানান, নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১জনকে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৬:৪৯ অপরাহ্ণ