১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

নোলক ছবির নতুন পোস্টারে শাকিব-ববির ঝলক

বিনোদন ডেস্ক:

গেল কয়েক বছর ধরেই নিজেকে বদলে নিয়ে নতুন নতুন চরিত্রে হাজির হচ্ছেন ঢাকাই ছবির বর্তমান সময়ের সেরা নায়ক শাকিব খান। সেই ধারাবাহিকতায় গেল বছরের শেষদিকে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘নোলক’ নামের একটি ছবিতে। এখানে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা ববিকে। এরইমধ্যে শেষের পথে রয়েছে ছবিটির শুটিং। বেশ কয়েকটি পোস্টারও প্রকাশ হয়েছে, যা আলোচনায় এনেছে ছবিটিকে। নতুন গেটাপ আর ভিন্ন উপস্থাপনায় চমকে দিয়েছেন শাকিব খান, সেইসঙ্গে ববিও। সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন আরও একটি পোস্টার। এটি ‘নোল ‘ ছবির চতুর্থ লুক।

এখানে একসঙ্গে দেখা গেছে ছবির নায়ক-নায়িকাকে। শাড়ি আর চশমায় আবেদরময়ী ববির পেছন মটরসাইকেলে চড়া শাকিব খান। রোমান্টিকতাই এই লুকে প্রাধান্য পেয়েছে। এরইমধ্যে পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।

প্রসঙ্গত, গেল ১ ডিসেম্বর থেকে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন নতুন পরিচালক পরিচালক রাশেদ রাহা। আপাতত শুটিং বন্ধ রয়েছে। চলতি মাসের শেষ দিকে বাকী কাজের শুটিং হবে। শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিত অভিনয় করছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত (ভারত) প্রমুখ। চলতি বছরেই এটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা রাশেদ রাহা।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১:৫৪ অপরাহ্ণ