২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

শেষ মুহূর্তে দলে জায়গা পেলেন ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক:

শেষ মুহূর্তে রাজ্য দলে জায়গা ফিরে পেলেন পাঁচ মাসের নির্বাসন পর্ব কাটিয়ে মাঠে ফেরা ইউসুফ পাঠান৷ বিজয় হাজারে ট্রফি শুরুর আগের দিন জাতীয় ওয়ানডে টুর্নামেন্টের জন্য ইউসুফকে দলে ডেকে নেন বরোদা নির্বাচকরা৷

ডোপ টেস্টে ধরা পড়ায় রঞ্জি ট্রফির বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে থাকতে হয় সাবেক বরোদা অধিনায়ক তথা সিনিয়র অলরাউন্ডারকে৷ পরে বোর্ড তাকে পাঁচ মাসের ‘ব্যাক ডেটেড’ নির্বাসনের শাস্তি দেয়৷ সপ্তাহ দু’য়েক আগেই ইউসুফের নির্বাসন উঠে যায়৷

যদিও মুস্তাক আলি টি-২০ ট্রফির মূলপর্বে তাঁকে দলে রাখেনি বরোদা৷ বরং ইউসুফকে বাকি মৌশুমে দলে না নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় রাজ্য সংস্থার তরফে৷ তবে বিজয় হাজারে ট্রফির জন্য ডাক পাওয়ায় গত অক্টোবরের পর আবার বরোদার হয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চলেছেন কেকেআরের সাবেক এই অলরাউন্ডার৷ আইপিএলের এবারের আসরে ইউসুফকে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে ৷

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১২:১২ অপরাহ্ণ