১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪০

চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সরকারের শেষ সময় ভেবে কেউ যদি কোনো ‘অযৌক্তিক দাবি’ নিয়ে এসে তা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে তাতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো কাউকে বঞ্চিত করছে না। তবে এটা ঠিক, কিছু দিলেই যদি আরো দিন আরো দিন বলা শুরু হয়, তাহলে কিন্তু আমরা দিতে অপারগ হব। কারণ, আমাদের বাজেট নিয়ে পরিকল্পিতভাবে চলতে হয়। আমাদের মাথায় রাখতে হবে আমারা কতটুকু করতে পারি।’

‘কোথায় কোনটা সরকারি করতে হবে সেটাও একটা নীতিমালার ভিত্তিতে হবে। যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব না। এটা সবাইকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে।’ ‘আওয়ামী লীগ শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছি। কারো দাবি করতে হয়নি, আন্দোলন করতে হয়নি- তার আগেই করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে কাউকে বঞ্চিত করেনি, কাউকে বঞ্চিত করবে না। সঙ্গে সঙ্গে আমি এটুকু বলব, চাপ দিয়ে কিন্তু কেউ কিছূ আদায় করতে পারবেন না। কেউ যদি মনে করেন, এটা সরকারের শেষ বছর- কাজেই এমনি দাবি করলেই আমরা সব শুনে ফেলব, আমি কিন্তু ক্ষমতার পরোয়া করি না, আমি এটা বলে দিচ্ছি।’

দৈনিক দেশজনতা /এমএইচ

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ২:০৯ অপরাহ্ণ