১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

সেঞ্চুরি করে আউট হলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক:

কয়েক ওভার আগেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। তার সাথে লিটন দাসের জুটি দেখাচ্ছিল বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর পথ। তবে রেকর্ডের এই ইনিংসটি আরও বড় করার সুযোগ হারিয়েছেন বাংলার ব্র্যাডম্যান খ্যাত এই ব্যাটসম্যান। ৭৮তম ওভারে দলীয় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। রোববার এই ওভারটি শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৩ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লিড ৬৩ রানের। দিনের খেলা বাকি আছে আরও অন্তত ৩৯ ওভার। ম্যাচটি ড্র করতে বাকি ওভারের বেশিরভাগ সময় ব্যাট করতে হবে টাইগারদের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১:৫২ অপরাহ্ণ