১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

দুপুরে বাংলাদেশে আসছেন সুইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক:

চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট। রোববার দুপুরে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট আজ রোববার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন। এই সফরে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারের রোহিঙ্গাদের দেখতে ক্যাম্প পরিদর্শনে যাবেন। এ ছাড়া বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

গত বৃহস্পতিবার সকালে ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট। তিনি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশে কোনো সুইস প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। সফরকালে আগামী মঙ্গলবার তিনি কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১০:৪৯ পূর্বাহ্ণ