১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

মুমিনুলের ফিফটিতে দেড়শ পেরুলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৮১ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে দলটির ব্যাটিং বিপর্যয় নিয়ে একটা শঙ্কা ছিল অনেক ভক্ত-সমর্থকেরই মনে। তবে রোববার দিনের প্রথম ঘন্টা নির্বিঘ্নেই ব্যাট করেছে মুমিনুল হক-লিটন দাস জুটি। এ দুজনের ব্যাটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে টাইগাররা। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল। লঙ্কানদের চেয়ে এখনও ৫০ রানে পিছিয়ে তারা। জয় দিয়ে নিজেদের স্বাধীনতা দিবস উদযাপন করতে চাইলে বাংলাদেশের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে হবে শ্রীলঙ্কার বোলারদের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ