১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

নাইকো মামলায় চার্জ গঠন সংক্রান্ত শুনানিতে আজ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ এসএসসি পরীক্ষা থাকায় তিনি আদালতে যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। গত ১৫ জানুয়ারি এ মামলায় চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।

কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করে রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার ৯নং বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান চার্জ শুনানির জন্য এদিন ধার্য করেন। এছাড়া ওই দিন মামলার অপর আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে উপস্থিত না থাকায় দুদক প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
আদালত সূত্র জানায়, মামলার চার্জ শুনানিতে গিয়াসউদ্দিন আল মামুনসহ ৫ আসামির পক্ষে অব্যাহতির আবেদন করেছেন তাদের আইনজীবীরা। অপরদিকে খালেদা জিয়াসহ ৬ আসামির পক্ষে অদ্যাবধি চার্জ শুনানি হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ণ