১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ফুটবলের লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। শনিবার ফিরতি লেগে লিলের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে উনাই এমেরির দল। এদিন দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল পেয়েছেন দারুণ ফর্মে থাকা পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এর আগে লিগের প্রথম পর্বে ঘরের মাঠে লিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল পিএসজি।

এদিন শুরু থেকে বলের ওপর নিয়ন্ত্রন রেখে খেলে পিএসজি। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথামর্ধের যোগ করা সময় পর্যন্ত। অতিথিদের হয়ে প্রথম গোলটি করেছেন স্প্যানিশ ডিফেন্ডার ইউরি বেরচিচে। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে ফ্রি-কিকে দারুণ এক গোল করে ২-০তে দলকে এগিয়ে দেন নেইমার। চলতি লিগে এটি তার ১৮তম গোল। সবশেষ আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো ম্যাচের ৮৭তম মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন। ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ