১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

৩১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

২৫টি পদে ৩১ জন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা :

অধ্যাপক-ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-০১ জন, সহকারী অধ্যাপক-কারিকুলাম ডেভেলপমেন্ট-০১ জন, সহকারী অধ্যাপক-মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম-০১ জন, সহকারী অধ্যাপক-ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট-০১ জন, সহকারী অধ্যাপক-অন্তর্জাতিক সম্পর্ক-০১ জন, প্রভাষক-ফাইন্যান্স-০১ জন, প্রভাষক-অ্যাকাউন্টিং-০১ জন, প্রভাষক-ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ-০১ জন, প্রভাষক-ম্যানেজমেন্ট-০১ জন, প্রভাষক-ডিজাস্টার অ্যান্ড হিউম্যান-০১ জন, প্রভাষক-ডেভেলপমেন্ট স্টাডিজ-০২ জন, প্রভাষক-অর্থনীতি-০১ জন, প্রভাষক-অন্তর্জাতিক সম্পর্ক-০২ জন, প্রভাষক-পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-০১ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা-০১ জন, উপ-সহকারী প্রকৌশলী (সাউন্ড)-০১ জন, হিসাবরক্ষক-০২ জন, অডিটর-০১ জন, ফিল্ড সুপারভাইজার-০১ জন, টেলিফোন লাইনম্যান-০১ জন, সহকারী হিসাবরক্ষক-০১ জন,  স্টোরকিপার-০১ জন, বাবুর্চি-০১ জন, অ্যাটেনডেন্ট-০১ জন, নিরাপত্তা প্রহরী-০৪ জন।

আবেদনের নিয়ম : আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট http://www.bup.edu.bd দেখুন।

বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি দেখুন-

http://www.bup.edu.bd/neu/notice/Recruitment%20Notice-27.pdf

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৭:৪৩ অপরাহ্ণ