স্পোর্টস ডেস্ক:
অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অষ্ট্রেলিয়া। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের দেয়া ৯৫ রানের টার্গেট ৩ উইকে হারিয়েই টপকে যায় অজিরা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে অজি বোলারদের তোপে মাত্র ১১৭ রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কলিন ডে গ্রান্দেহোম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন রস টেইলর। আর তৃতীয় সর্বোচ্চ ১৪ রান আসে টস ব্লান্ডেলের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের রানের সংখ্যা ছিল মোবাইল ডিজিট। অষ্ট্রেলিয়ার পক্ষে স্টানলেক ৩টি ও আন্দ্রে টাই নেন ৪টি করে উইকেট। এরপর বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়।
যখন খেলা শুরু হয়, তখন অষ্ট্রেলিয়ার জন্য নতুন টার্গেট দাড়ায় ১৫ ওভারে ৯৫ রান। আর এই রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অষ্ট্রেলিয়া। মাত্র ১০ রানেই প্রথম দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ক্রিস লিন ও ম্যাক্সওয়েলের ঝড়ে উড়ে যায় সব শঙ্কা। দুজনে মিলে ৭৭ রানের দারুন এক জুটি গড়ে ম্যাচকে অজিদের নাকের ডগায় নিয়ে আসেন।
বোল্টের বলে দলীয় ৮৭ রানে লিন যখন বিদায় নেন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৩৩ বলে ৪৪ রান। বাকিটা অবশ্য একাই শেষ করেন ম্যাক্সওয়েল। অপরাজিত থাকেন ২৪ বলে ৪০ রান করে।
দৈনিক দেশজনতা /এন আর