১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

৯ মিলিয়ন ইউরো বেতন বাড়ছে রোনালদোর!

স্পোর্টস ডেস্ক: 

অনেক দিন ধরেই রিয়াল-রোনালদোর সম্পর্কের টানাটানি। আর সেটাও বেতন নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে সবচেয়ে বেশি বেতনের খেলোয়ার বানাবে পেরেজ এমনটা বললেও সেটা কাজে পরিণত করেনি ক্লাবটির সভাপতি। তাই এটা নিয়ে অনেক দিন ধরেই ক্ষোভে ফুসছিলেন রোনালদো। এরপর পেরেজের নেইমারের প্রতি বেশি আগ্রহের কারনে ছাই চাপা ক্ষোভটাই যেন বেড়িয়ে এল ফুলকির মত।

এবার তাই দলের সেরা তারকাকে সন্তুষ্ট করতে নতুন পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ।  চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে চাঙ্গা রাখতে সেরা খেলোয়ারের বেতন বাড়াচ্ছে ক্লাবটি।  আর সেটা বাড়বে ৯ মিলিয়ন ইউরো।  এমনটাই জানিয়েছে স্পানিশ দৈনিক দিয়ারিও এবিসি।  আর এই নতুন বেতন কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে।

বর্তমানে রোনালদোর বেতন ২১ মিলিয়ন ইউরো। আর নতুন বেতন স্কেলে সেটা হবে ৩০ মিলিয়ন ইউরো। নতুন এই বেতনে কি রিয়াল মাদ্রিদ ছাড়ার হুমকি থেকে আপাদত বিরতি থাকবে রোনালদো!

তবে রোনালদো থেকে এখনো অনেক বেশি বেতনই পান মেসি। সেটা ৪৬ মিলিয়ন ইউরো কাছাকাছি। অন্যদিকে নেইমারের বেতন ৩৬ মিলিয়ন ইউরোর কাছাকাছি।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ