নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার তাদের সিএমএম আদালতে হাজির করা হলে দুজনের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহাখালী ডিওএইচএস (রোড নাম্বার ৩১) এর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ২৩৭ টি মামলা ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে ১২-১৩ টি মামলা রয়েছে। সেসব মামলা জামিন থাকলেও প্রিজন ভ্যানে হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

