১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮

নোয়াখালীতে ইয়াবাসহ ৪ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নূর সোনাপুর গ্রামের বেলাল হোসেন, এনায়েতনগরের সাহাব উদ্দিন ও জগদানন্দ গ্রামের মনির হোসেনসহ চারজন।

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ