১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১

বেগম খালেদা জিয়ার আদালতে জবানবন্দি নিয়ে পুস্তিকা

নিজস্ব প্রতিবেদক:

জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটি নিয়ে একটি পুস্তিকা তৈরি হয়েছে। ‘জাতীয় পাঠশালা’ নামে একটি প্রতিষ্ঠান এটি বের করেছে।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় পুস্তিকাটি বিতরণ করা হয়েছে। সাংবাদিকদেরকেও এটি দেয়া হয়েছে। পুস্তিকার শিরোনামে আছে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে দেয়া জবানবন্দি।’

বেগম খালেদা জিয়া আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলছেন এমন একটি ছবির সঙ্গে কারাগার ও বিচারকের হাতুড়ি ছবিও আছে এর প্রচ্ছাদে।

প্রচ্ছদে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যও আছে। এটি হলো, ‘বাংলাদেশ ও এ দেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের ও আমার পরিবারের ভাগ্য একসূত্রে গাঁথা হয়ে গেছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দু্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে গত ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর ও ৫ ডিসেম্বর পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। সেই বক্তব্যগুলোই সংকলন করা হয়েছে পুস্তিকায়।

‘আমাদের কৈফিয়ত’ শিরোনামে পুস্তিকার মুখবন্ধে লেখা হয়েছে, ‘সময়ের পরিক্রমায় আদালতে দেয়া বেগম খালেদা জিয়ার এই জবানবন্দি ইতিহাস হবে। জাতীয়তাবাদের পাঠশালা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জবানবন্দি মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

মুখবন্ধে আরও আছে, ‘মঈন উদ্দিন আহমেদ ও ফখরুদ্দীন আহমেদের সময়ের শাসনকে অবৈধ শাসন বলে বইটিতে লেখা হয় সে সময় জিয়া আরফানেজ ট্রাস্ট নামে মিথ্যা মামালা দায়ের করা হয়। এ মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি দেয়া হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৫:৩১ অপরাহ্ণ