রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোনার মোড় মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১১০ কেজি জাটকা ইলিশ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ গোপন সংবাদের ভিত্তিতে সোনার মোড় মৎস্য আড়তে ঢাকা ফিসে অভিযান চালিয়ে ১১০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এবং জাটকা ইলিশ বিক্রীর দায়ে ঢাকা ফিসকে মোবাইল কোটের মাধ্যমে ৩হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর ,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ। জানা যায় আটককৃত মাছ গুলি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় সকল ব্যবসায়ীকে জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় না করা করার জন্য সচেতন করা হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ