বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
চার ক্যামেরার ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। ফোনটির মডেল এলজি জি সেভেন। এটি বাজারে আসলে হুয়াওয়ের নোভা টু আইয়ের সঙ্গে ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে। কারণ, হুয়াওয়ের নোভা টু আই চার ক্যামেরার ফোন। এলজির আপকামিং এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যানড্রয়েড সেন্টালের এক প্রতিবেদনে এলজির জি সেভেন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ফোনটিতে থাকছে ৫.৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৮৮০ পিক্সেল। ফ্লাগশিপ এই ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহার করা হবে। এতে থাকছে ৪ জিবি র্যাম। ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজে ফোনটি বাজারে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি চলবে অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৮.০ অরিওতে। এলজি জি সেভেনের রিয়ার ক্যামেরা দুইটি। সেলফি ক্যামেরাও দুইটি। রিয়ারে আছে ১৬ মেগাপিক্সেলের দুই লেন্স। সেলফির জন্য আছে ৮ ও ৫ মেগাপিক্সেলের লেন্স। দুই ক্যামেরা মিলিয়ে ফ্রন্ট ও রিয়ারে ছবি আসবে দুর্দান্ত।
এ বছর অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি উপস্থাপন করবে এলজি। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জি সেভেন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এপ্রিল কিংবা মে মাস নাগাদ ফোন বাজারে আসতে পারে। এর প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৯৪২ ডলার।
দৈনিকদেশজনতা/ আই সি